আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস
- আপডেট সময় : ০২:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বাঙালি নিধনে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে চলে “অপারেশন সার্চ লাইট”
বাঙালির মুক্তি সংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে ২৫ মার্চ মধ্যরাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। একযোগে হামলা চালায় পিলখানায়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগে। পরিকল্পিত ও নির্বিচারের সেই হত্যাযজ্ঞে প্রাণ হারান প্রায় ১০ হাজার নিরীহ মানুষ। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হামলা চালানো হয় কুমিল্লা ও যশোর সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সেনাদের ওপর। চট্টগ্রামে গুলি চালানো হয় সাধারণ মানুষের উপর। ঢাকায় বিভিন্ন পত্রিকা অফিসে আগুন দেয়া হয়। পুড়িয়ে হত্যা করা হয় বহু সাংবাদিককে। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হলসহ শিক্ষকদের বাসায় হামলা চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র শিক্ষককে। ভয়াল সেই রাতে নিহতদের গণকবর দেয়া হয়। অনেকের মৃতদেহ ফেলে রাখা হয় নর্দমায়, খোলা রাস্তায়।