আজ থেকে শুরু হলো মাহে রমজান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
রহমত, মাগফেরাত আর নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে এলো পবিত্র কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। সোমবার রাতে তারাবির নামাজ আদায়ের পর ভোররাতে সেহরি খেয়ে সিয়াম সাধনার মাস রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রমজানে চাঁদ দেখার পরেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবি নামাজ আদায় করেন।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির আলোচনা সভায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল থেকে পবিত্র রমজান উদযাপিত হবে।
রমজানে তারাবি নামাজ প্রথম ৬ দিনে ৯ পারা কোরআন শরীফ ও ২১ দিনে ২১ পারা খতম তারাবি নামাজ পড়ার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
রমজানের পবিত্রতা বজায় রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।