আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভের লড়াই

- আপডেট সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভের লড়াই। যেখানে বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড।
আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ জন ব্যাটার ও ৪ স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন অধিনায়ক ফিঞ্চ। চার বোলারের মধ্যে দুই স্পিনার ও দুই পেসার থাকবে অজি একাদশে। ছাড়াও তিন অলরাউন্ডার ম্যক্সওয়েল, মিচেল মার্শ ও স্টয়নিসও বোলিং করবেন। স্পিনে গুরুত্ব দেবে দক্ষিণ আফ্রিকাও। দুই স্পিনার তাব্রাইজ শামসি আর কেশব মহারাজ থাকবেন একাদশে। এদিকে, কাল মূল পর্বে অংশ নিতে আমিরাতে পৌঁছছেন টাইগাররা। কাল বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আরব আমিরাতের কন্ডিশনে উপমহাদেশের দলগুলোকে এড়াতে পেরে খুশি হওয়ার কথা মাহমুদউল্লাহদের। যদিও সুপার টুয়েলভে কোনো গ্রুপই সহজ নয়। তবে গ্রুপ ‘১’-এ পড়ায় স্বস্তির একটা জায়গায় আছে বাংলাদেশের। ২৭ অক্টোবর ইংল্যান্ড, ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।