আজ থেকে শুরু দু’দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
আঞ্চলিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। শান্তি, সমৃদ্ধি, অংশীদারিত্ব–এই সম্মেলনের মূল প্রতিপাদ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে অংশ নিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রুপন, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। অন্যরা আসবেন আজ। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় সম্মেলনে ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।