আজ থেকে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম
- আপডেট সময় : ০৭:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আজ থেকে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথম দিনে নামবে ১৬ দল। হাইভোল্টেজ ম্যাচে ফেভারিট পিএসজির প্রতিপক্ষ জুভেন্টাস। শিরোপার আরেক দাবিদার ম্যান সিটি প্রথম পরীক্ষা সেভিয়ার বিপক্ষে। সেল্টিকের সঙ্গে খেলবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানে লড়বে সাল্সবুর্গের বিপক্ষে। সব ম্যাচ শুরু রাত ১টায়। এর আগে, রাত পৌনে এগারোটায় ডায়নামো জাগরেভের মুখোমুখি হবে চেলসি। একই সময়ে লড়বে কোপেনহেগেন ও বরুশিয়া ডর্টমুন্ড।
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ফুটবলীয় উন্মাদনার রসদ নিয়ে ফের হাজির। মাঠে উত্তেজনা বাড়াতে প্রথম দিন ম্যাঠে নামবে ১৬ দল। যদিও আবহ ভিন্ন এবার দুই দশক পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই শুরু হচ্ছে টুর্নামেন্ট।
প্রথম দিনেই উত্তাপ ছড়াচ্ছে পিএসজি-জুভেন্টাস হাইভোল্টেজ লড়াই। পার্ক দে প্রিন্সে থেকে আরও একবার অধরা শিরোপার মিশন শুরু করবে প্যারিসিয়ানরা। আশার পালে হাওয়া শেষ ১৬ ম্যাচে অপরাজিত পিএসজি। ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল আর মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর সম্প্রতি ফর্মও দিচ্ছে বাড়তি মাত্রা।
নতুন মৌসুমে হারের মুখ না দেখলেও নিজেদের হারিয়ে খুজেছে জুভেন্টাস। লিগের শেষ চার ম্যাচের তিনটিতেই ড্র করেছে তুরিনের ওল্ড লেডিরা। সবশেষ ২০১৭ সালে পিএসজিকে ৩-২ গোলে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জুভেন্টাস।
শিরোপার আরেক দাবিদার ম্যানচেস্টার সিটিও মাঠে নামবে এদিন। আগের কয়েক আসরে তীরে এসে তরী ডোবালেও এবার আশার নাম আর্লিং হালান্ড। সিটিজেন জার্সিতে ৬ ম্যাচে এরই মধ্যে করেছেন ১০ গোল। লিগে এখনো না হারাটাও শক্তি ম্যানসিটির।
বিপরীতে লা লিগায় ধুকছে প্রতিপক্ষ সেভিয়া। লা লিগায় ৪ ম্যাচেও দেখেনি জয়ের মুখ। ২০১৫ তে সবশেষ দেখাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছিলো গার্দিওলার দল।
সেল্টিককে দিয়ে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশন। লা লিগায় উড়ন্ত শুরু লস ব্লাঙ্কোদের, জিতেছে টানা ৫ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগেও পারফেক্ট শুরুর অপেক্ষায় আনচেলত্তির দল।
বিপরীতে উড়ছে স্বাগতিক সেল্টিকও। প্রিমিয়ার শিপের ৬ ম্যাচে ২৭ গোল করে রীতিমতো বিধ্বংসী মুডে স্কটিশ চ্যাম্পিয়নরা। যদিও এক যুগ আগে রিয়ালের কাছে ২-০ গোলে হেরেছিলো সেল্টিক।