আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৭৬০ বার পড়া হয়েছে
আজ থেকে বেড়েছে ট্রেনের ভাড়া। বাড়তি ভাড়ায় টিকিট কেটে ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রীরা।
যাত্রীদের দাবি সেবার মান ও টিকিটের নিশ্চয়তা নিশ্চিত না করে এক লাফে ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। যা রেলের নিয়মিত যাত্রীদের অধিকাংশেরই ক্রয় ক্ষমতার বাইরে। এই বাড়তি ভাড়া বাতিলের দাবি জানান চট্টগ্রামের যাত্রীরা। এর আগে ১০১ থেকে ২৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আগের চেয়ে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এতে গন্তব্যভেদে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে শোভন চেয়ারে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। যা আজ থেকে কার্যকর হয়েছে।