আজ ডমিনিক থেইমের মুখোমুখি হবে নোভাক জোকোভিচ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে আজ ডমিনিক থেইমের মুখোমুখি হবে নোভাক জোকোভিচ। ক্যারিয়ারে অষ্টম শিরোপা জয়ের হাতছানি জকোর সামনে। অন্যদিকে, সেমিতে নাদালকে হারিয়ে প্রথম অস্ট্রিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ডমিনিক থেইম।
রড লেভার অ্যারেনায় শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। পরিসংখ্যানে ডমিনিক থেইমের চেয়ে চেয়ে এগিয়ে নোভাক জোকোভিচের। সবমিলিয়ে থিমের সঙ্গে মুখোমুখি ১০ দেখায় ৬ বার জয় পেয়েছেন ৩২ বছর বয়সী এই টেনিস তারকা। যদিও তাতে নিজেকে ফেভারিট মানছেন না জোকোভিচ। মাঠের লড়াইয়েই মনোযোগ দিতে চান তিনি। অন্যদিকে, ফাইনালে জোকোভিচকে হারাতে মরিয়া প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা ডমিনিক থেইম।