আজ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২১:২০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত।রাত সাড়ে আটটায় নিউইয়র্ক নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
বিশ্বকাপ শুরুর আগে আরও একবার পরিক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ। নিউইয়র্কে এসে অনুশীলন করেছে টাইগাররা। এদিকে, ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন ঢাকা এক্সপ্রেস। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ হবে ড্রপ-ইন পিচে। তাই নিজেদেরকে ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ায় বানানো ড্রপ-ইন পিচে টানা ব্যাট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে শান্ত-লিটন-তাওহীদ হৃদয়রা। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।