আজ ঐতিহাসিক পঞ্চগড় হানাদার মুক্ত দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আজ ২৯ নভেম্বর। ঐতিহাসিক পঞ্চগড় হানাদার মুক্ত দিবস, নানা কর্মসূচীর মাধ্যমে এই দিবসটি পালিত হয়েছে।
সকাল ৯ টায় সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু মুরালে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ চত্ত্বরে স্মৃতি ফলক ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্য ভূমিতে পুস্প অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭১’র এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাকিস্তান হানাদার মুক্ত করেছিলেন।