আজ এসএ টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান ‘গান শো’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
১০ ডিসেম্বর শুক্রবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত এসএ টিভিতে চলবে সরাসরি গানের অনুষ্ঠান গান শো। এবারের পর্বে সঙ্গীত পরিবেশন করবেন লালনকন্যা খ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন।
গান শো অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম মনি জানিয়েছেন, ‘গান শো অনুষ্ঠানটিতে দর্শকরা সরাসরি ফোন ও ভিডিও কলের মাধ্যমে শিল্পীর সাথে কথা বলতে পারবেন এবং নিজেদের পছন্দের গান শুনতে অনুরোধ জানাতে পারবেন।’ জানা গেছে, গানশো ছাড়াও এ ডিসেম্বরে এসএ টিভিতে আসছে একঝাঁক নতুন অনুষ্ঠান। সরাসরি সঙ্গীতানুষ্ঠান গান শো এর মধ্যে অন্যতম অনুষ্ঠান।