আজ উদ্বোধন হতে যাচ্ছে উত্তরা-মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
আজ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের দ্বিতীয় অংশের। দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তা পুরোদমে চালু হতে সময় লাগবে আগামী জানুয়ারি পর্যন্ত। শুরুতে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চার ঘন্টা চলাচল করবে মেট্রোরেল। সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এ রুটে চলবে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট। যাত্রাপথে এটি ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। তবে আগামী জানুয়ারিতে পুরোদমে চালু হলে সকাল থেকে রাত পর্যন্ত সবগুলো স্টেশন ব্যবহার করতে পারবেন যাত্রীরা।