আজ ২৫শে নভেম্বর। আন্তর্জাতিক নারী সহিংসতা বন্ধ দিবস। কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে।
আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।