আজীবন দেশ ও জনগণের স্বার্থে জিয়াউদ্দিন বাবলু নিবেদিত ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বিকেলে কাকরাইলের দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। জিএম কাদের আরো বলেন, জিয়াউদ্দিন বাবলু তার কর্মের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। তার মতো এমন রাজনীতিবিদকে হারিয়ে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। স্মরণ সভাশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।