শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপে আজকের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ সেশেলসের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল মারিও লেমসের শিষ্যরা।
অতিরিক্ত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হবে না। ফলে জামাল ভূঁইয়াদের প্রতিটি ম্যাচই একদিন করে পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, কলম্বোর রেসকোর্স মাঠে সেশেলসের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের প্রথম ম্যাচ হবে ৯ নভেম্বর।