আজকের এদিনে পঞ্চগড়ে ঘটেছিল স্মরণকালের ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনা
- আপডেট সময় : ০১:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে স্মরণকালের ভয়াবহ নৌকাডুবিতে শিশু ও নারীসহ ৭২ জনের প্রাণহানী ঘটে। এখনো নিখোঁজ একজন। সেই ট্র্যাজেডির পর এখনো নির্মিত হয়নি সেতু।
মহালয়ার দিন পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বটতলী গ্রামের জবা রাণী রায়ের বাড়িতে তখন উৎসবের আমেজ। পূজার ফুল আর বিভিন্ন সামগ্রী নিয়ে সবাই ব্যস্ত প্রাচীন মন্দির বোদেশ্বরীর বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে। জবা রাণীর ভাসুর হরি কিশোর বর্মণ ও জা কনিকা রানী বর্মণ পরিবারের ৬ সদস্যকে নিয়ে যাত্রা করে মন্দিরের পথে। করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকায় অতিরিক্ত যাত্রী উঠায় মাঝপথে ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট নৌকাটি। চিরতরে হারিয়ে যান তারা ছয়জন। একই সঙ্গে প্রাণ হারান অপর ৬৬ জন।
স্বজন হারানো পরিবারের সদস্যরা বলছেন, নৌকাডুবি দূর্ঘটনার পর মন্ত্রী, এমপিসহ উচ্চ পদস্থ অনেকেই সমবেদনা ও সহায়তা জানালেও এখন আর তাঁদের খোঁজ কেউ নেয় না। একই ঘটনায় মা বাবা হারিয়ে দিশেহারা দিপেন চন্দ্র।
নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনকে সহযোগিতা এবং তাদের পরিবারের ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
তবে স্থানীয় নির্বাহী প্রকৌশলী জানান, সেতু নির্মাণের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। শিগগিরই আউলিয়া ঘাটে ওয়াই ব্রিজ তৈরির কাজ শুরু হবে।
নৌকাডুবি দূর্ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে নৌ অধ্যাদেশে মামলা হয়েছে। এদের একজন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও অপর দু’জন জেল-হাজতে রয়েছে বলে জানান বোদা থানার ওসি।
সেদিনের নৌকাডুবিতে সুরেন্দ্র রায়ের মরদেহের এখনো হদিস পাওয়া যায়নি।