আজও দেশের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আজও দেশের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, কয়েকদিনের টানা বর্ষণে নেত্রকোণাসহ দেশের অনেক জেলায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের শহরে জলাবদ্ধতায় নতুন করে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্বল্পমেয়াদী বন্যা আশঙ্কা করছে সতর্কীকরণ কেন্দ্র।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার এমন থাকবে বলে জানাচ্ছে অধিদপ্তর।
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। পৌর শহরের আরপিননগর, কাজীর পয়েন্ট, বড়পাড়া, পশ্চিম হাজীপাড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে হঠাৎ করে আবারো ভোগান্তি বেড়েছে সুনামগঞ্জবাসীর।
আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বইছে বিপদসীমার নিচ দিয়েই। তিস্তা ব্যারেজের সবকয়টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
এদিকে, নেত্রকোনার কংস, সোমেশ্বরী ধনু এবং উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কলমাকান্দার পোগলা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামে বন্যার পানি ঢুকেছে। পানি আরো বাড়লে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।