আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত রাকসু নির্বাচন
- আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। প্রার্থী আর শিক্ষার্থীদের সরব উপস্থিতি… বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে করেছে উৎসবমুখর। এরই মধ্যে ভোটারদের প্রভাবিত করতে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
নির্বাচনী প্রচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস। সকাল থেকে সন্ধ্যা। প্রার্থীরা বিরামহীন ছুটছেন… ভোটারদের কাছে। সমর্থন আদায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নির্বাচনী ইস্তেহার। করছেন শুভেচ্ছা ও কুশল বিনিময়। এমন জম্পেস প্রচারণার মাঝেই ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে তুলেছেন.. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
পাল্টাপাল্টি অভিযোগ আর মতানৈক্য আছে প্রার্থীদের মাঝে। কিন্তু, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।
১৬ অক্টোবরেই হবে রাকসু’র নির্বাচন। আবারো দৃঢ় ভাবেই জানালেন, প্রধান নির্বাচন কমিশনার।
সবাই বলছেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের কোন আন্দোলনের ইস্যুতে রাকসু নির্বাচন বাঁধাগ্রস্থ হলে… তা কেউই মেনে নেবে না।




















