জামায়াতকে মাঠে নামিয়ে বিএনপি আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর নিকুঞ্জে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি । ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় এখন তত্ত্বাবধায়ক সরকার,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পার্লামেন্টের বিলুপ্তির তিনটি ভূত চেপেছে । শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপি’র মাথা থেকে তিন ভুত নামাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা আগামী নির্বাচনকে প্রতিরোধ করতে চায় জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলে জানান দলের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবার আগুন-সন্ত্রাস করতে বিএনপি অনিবন্ধিত রাজনৈতিক দল জামায়াত ইসলামকে মাঠে নামিয়েছে।
বিএনপির মাথায় তিন ভুত বাস করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশ চাইলে মাথা থেকে তিন ভুত নামাতে হবে।
অল্প কিছুদিনের মধ্যে বিদ্যুতের সমস্যা কেটে যাবে বলেও জানান ওবায়দুল কাদের।