আগুন নিয়ে খেললে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ : কাদের
- আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে সহিংসতা করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি। আর বিভাগীয় সম্মেলনের নামে বিএনপি বিশৃঙ্খল করলে সরকার শক্তহাতে প্রতিহত করবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, দেশের মানবাধিকার নিয়ে বিএনপি ও দোসরদের অপপ্রচার কাজে আসেনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচন এর বড় প্রমাণ- বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
সেতু ভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।