ধানের ফলন কমে যাওয়ায় দিনাজপুরে আগাম জাতের ধান চাষ
- আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৮১৯ বার পড়া হয়েছে
দেশে চালের ঘাটতি মেটাতে দিনাজপুরে আগাম জাতের আমন ধান চাষ হচ্ছে। বিশেষজ্ঞরা বাজারে স্থিতিশীলতা আনতে আগাম জাতের ও স্থানীয় জাতের ধান চাষের কথা বলছেন ।
দিনাজপুরে এবার অসময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ধান খেত, কমে গেছে ধানের ফলন। বাজারে ধানের দামও বেশ কম জানালেন কৃষকরা।
বাজারে সার বীজ কীটনাশক সহ শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধান উৎপাদনে বাড়ছে খরচ। উৎপাদন খরচ মূল্য বিবেচনায় ধানের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে আমার আমরা।
এদিকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছে, আগাম ধানের আবাদ বৃদ্ধি পেলে বাজারে ধান চালের দামের অস্থিরতা কিছুটা কমবে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় ২৩ হাজার হেক্টর জমিতে আগাম জাতের ধান উৎপাদিত হয়ে থাকে। আগাম জাতের ধান উৎপাদন বৃদ্ধিতে কাজ চলছে।
দিনাজপুরে আমন মৌসুমে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন বিভিন্ন জাতের ধান উৎপাদিত হয়ে থাকে।