আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা
- আপডেট সময় : ০৩:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ বোর্ডে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী অংশ নেবে। করোনা মহামারির কারণে, নির্ধারিত সময়ের কিছুটা পরে, আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ দুপুর ১টায়।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা ইলেট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না। এর ব্যত্যয় হলে কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও বাতিল হতে পারে। প্রশ্নপত্র বিতরণের সময় অবশ্যই ম্যাজিস্ট্রেট থাকতে হবে। আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব বলেও জানান ডা. দীপু মনি।