আগামী শিক্ষাবর্ষেও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে হতে যাচ্ছে। সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে ২৫ নভেম্বর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এত দিন কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। টেলিটকের মাধ্যমে লটারি, ফরম বিক্রি ও ফল প্রকাশ করা হবে।
Add A Comment