আগামী মাসে কমবে সব পণ্যের দাম : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আগামী মাস থেকে সব ধরনের পণ্যের দাম কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে বিআইডিএস ভবনে এক সেমিনারে এ কথা জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও সরকারের নানা উদ্যোগে দ্রব্যমূল্যের পাগলাঘোড়া নিয়ন্ত্রণে এসেছে। খুব শিগগিরই মূল্যস্ফীতি কমার সুখবর আসছে।
জনশুমারি পরবর্তী যাচাই জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন ও সেমিনারের আয়োজন করে পরিসংখ্যান ব্যুরো।
অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ।
জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উপর সবার আস্থা রাখার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগস্টে মূল্যষ্ফীতি বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বরে কমেছে। যার ফলে ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে ।
জনগণের স্বার্থে সব সময় কাজ করে যাবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।