আগামী মার্চ মাস নাগাদ করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আগামী মার্চ মাস নাগাদ ইউরোপ ও এশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইউরোপসহ আশপাশের ৫৩টি দেশ মিলে এরই মধ্যে ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ৪৯টি দেশের আইসিইউ ‘কঠিন চাপের মুখে পড়তে পারে’ বলে সতর্ক করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। এরই মধ্যে এ অঞ্চলে দৈনিক মৃত্যু চার হাজার ২০০ জনে গিয়ে ঠেকেছে। শুধু রাশিয়াতেই দৈনিক মৃত্যু এক হাজার ২০০। ডব্লিউএইচও বলছে, কিছু দেশে টিকা না নেয়া মানুষজনের সংখ্যা বেশি হওয়ায় মৃত্যু বৃদ্ধির নেপথ্যে কাজ করছে। শিগগিরই ফ্রান্স, জার্মানি ও গ্রিসের পূর্ণডোজ টিকাপ্রাপ্ত হিসেবে গণ্য হতে বুস্টার ডোজ নিতে হবে এমন নির্দেশনা জারি করতে যাচ্ছে।