আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে : মোহাম্মদ আলমগীর

- আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ইভিএম ব্যবহারে দলগুলোর বিরোধিতা রাজনৈতিক কৌশল বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে। ইভিএমে ভোট কোনো রাজনৈতিক দলই বয়কট করবে না। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান, ইভিএমের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূর করতে প্রচারণায় নামবে ইসি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। যদিও ১৫০ আসনে তা ব্যবহারের লক্ষ নিয়ে কাজ করছে ইসি।
এমন অবস্থায় ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা দূর ও অপপ্রচার বন্ধে প্রচারণায় নামবে নির্বাচন কমিশন।
ইভিএম নিয়ে বিরোধিতা থাকলেও ২০২৩ সালের নির্বাচনে সবদলই অংশ নেবে বলেআশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমীর।
এছাড়া সীমানা নির্ধারণ ও নির্বাচনের সার্বিক বিষয়ে তথ্য জানাতে ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস তৈরির সিদ্ধান্তের কথাও জানান মোহাম্মদ আলমগীর।