আগামী নির্বাচনে দলের অভাব হবে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১১:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে দলের অভাব হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিও অংশ নেবে। তিনি বলেন, ভিসানীতির নিষেধাজ্ঞায় নির্বাচন ঠেকানো যাবে না। বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন দেশে হবেই।
বিএনপির আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর কোন পথ নেই বলেই পদযাত্রা করছে তারা। নির্বাচন নিয়ে বিএনপির কথায় বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে, নিয়ম মেনেই আগামী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এদিকে, মিরপুর-১ নম্বর গোলচত্ত্বরে শান্তি সমাবেশ করে আওয়ামী যুবলীগ। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান যবলীগ নেতারা।