আগামী নির্বাচনকে ঘিরে পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর একটি মহল : সিএমপি কমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গা পূজায় মন্দিরগুলোতে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানালেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। পুরো নগরী জুড়ে গোয়েন্দারা তৎপর থাকবে বলেও জানান তিনি।
সকালে সিএমপি মাল্টিপারপাস সেডে আইনশৃঙ্খলা নিয়ে মত বিনিময়সভায় এসব কথা বলেন তিনি। বলেন, পূজায় নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলেও বাড়তি সতর্কতা অবলম্বন করবেন তারা। আগামী নির্বাচনকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতে পারে যে কোন মহল। এই বিষয়টিকে মাথায় রেখেই দুর্গাপুজার একমাস আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিং করা শুরু হয়েছে। পুজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সে জন্য পুজার সময় নেটওয়ার্ক স্লো করে দেয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।