আগামী দু’সপ্তায় ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। রোজা ও ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ঋণপত্র খোলার অনুরোধ করেন তিনি। মন্ত্রী আরো বলেন, রমজানের আগেই আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনে দাম বাড়ানো বা কমানো হবে। তবে আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেন তিনি।