আগামী তিন মাসে পোশাক রফতানি আরও কমবে : বিজিএমইএ সভাপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
আগামী তিন মাসে পোশাক রফতানি আরও কমবে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ইতোমধ্যে ২০ থেকে ৩০ শতাংশ অর্ডার কমেছে। ফলে সামনের দিকে পোশাক রফাতনিতে নেতিবাচক প্রবণতা দেখা যাবে।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবন বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংঠনের সভাপতি বলেন, সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে ঋণাত্মক প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। সেজন্য মালিকদের পোশাকের দাম না কমানোর আহ্বান জানান তিনি।রফতানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও মন্দার কারণে আগামী মৌসুমের জন্য কার্যাদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমে এসেছে। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, পরিচালক সেহেরিন সালাম ঐশীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।