আগামীতে বাংলালিংক এসএটিভির অগ্রযাত্রায় পাশে থাকবে: সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৮:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক ও এসএটিভি আগামীতে একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর গুলশানে এসএটিভি কার্যালয়ে বাংলালিংকের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে এলে এ কথা বলেন তিনি। এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামীতে বাংলালিংক এসএটিভির অগ্রযাত্রায় পাশে থাকবে।
গণতন্ত্র, গণমানুষ আর গণমাধ্যম তিনটি শব্দ একে অপরের পরিপূরক। এই তিন শব্দের সমন্বয়ে দেশ ও দেশের বাইরে সুনামের সাথে কাজ করছে এসএটিভি।
বুধবার বিকেলে জিএসএম ভিত্তিক মুঠোফোন নেটওর্য়াক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের প্রতিনিধি দল খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসএটিভির কার্যালয়ে আসে । প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসএটিভির সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বাংলালিংক-এর বিজনেস প্রতিনিধিরা।
এ সময় এএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি বাংলা লিংক প্রতিনিধি দলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সেবায় তার প্রতিটি প্রতিষ্ঠান কাজ করছে। এসএটিভি শুরু থেকেই গণমানুষের কথা বলছে এবং ভবিষত্যেও তা অব্যাহত থাকবে ।
পরে নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বাংলালিংকের করর্পোরেট গ্রুপ ম্যানেজার এবং এন্টারপ্রাইজ বিজনেস প্রতিনিধি শরিফ এম ডি আবিদ, কর্পোরেট একাউন্ট ম্যানেজার এবং এন্টারপ্রাইজ বিজনেস প্রতিনিধি এস কে শফিকুল বাসার শাওন এবং এসএটিভি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।