আগামীকাল থেকে জেলে ও পর্যটকদের জন্য উম্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে জেলে ও পর্যটকদের জন্য উম্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। দেশি-বিদেশী পর্যটকদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বনবিভাগ। প্লাস্টিকের পণ্য ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালি, কটকা ও হিরণপয়েন্টসহ সকল পর্যটন কেন্দ্রো। পর্যটকদের নিবিঘ্নে চলাফেরা নিশ্চিত কলার লক্ষ্যে এসব স্পট গুলোতে করা হয়েছে মেরামতের কাজ। এছাড়া নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বন বিভাগের কাছ থেকে পাশ-পারমিট নিয়ে সুন্দনবনে প্রবেশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুর অপারেটরসহ জেলে- বনজীবীরা।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকদের আনাগোনায় আবারও মুখর হয়ে উঠবে সুন্দরবনের নদী-খাল ও পর্যটন কেন্দ্রগুলো এমনটাই আশা ট্যুর অপারেটসহ পর্যটন সংশ্লিষ্টদের।
সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হলেও পর্যটকদের জন্য পানির বোতল, চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি কড়াকড়ি আরোপ করেছে বনবিভাগ।
তিন মাসের এ নিষেধাজ্ঞায় সুন্দরবনে জীববৈচিত্র সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বেড়েছে মাছের পরিমাণ ও বন্যপ্রাণীর সংখ্যা। এমনটাই মনে করছেন বন বিভাগ।