আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
- আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার শেষ দিনে আজ মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেন। ময়দানের বাইরে রাস্তায়, ভবনের ছাদে এমনকি যানবাহনে বসেই মোনাজাতে অংশ নেন লাখো মানুষ।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর রাত থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের দিকে লাখো মানুষের ঢল। সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই আশেপাশে এলাকা থেকে ছুটে আসেন মুসুলিরা। আগে থেকেই এজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ থাকায় রাস্তায়, যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই বসে গেছেন মোনাজাতে অংশ নিতে। দুপুর সোয়া ১২টায় শুরু হয় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মোনাজাতের সময় আল্লাহর সস্তুষ্টির আশায় কান্নায় ভেঙ্গ পড়েন মুসল্লিরা। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। টঙ্গীর আকাশে-বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠের কান্না।