উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় কুড়িগ্রামে সর্বশান্ত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের প্রায় আড়াই হাজার কৃষক। জমির ফসল হারানো এসব কৃষক আগামীর চিন্তায় হয়ে পড়েছেন দিশেহারা। অন্যদিকে ফসলের পাশাপাশি বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেছে অনেকের ঘর-বাড়িও। এ অবস্থায় সরকারের সহযোগীতার দিকে তাকিয়ে আছেন তারা।
এ বছর অসময়ে বন্যায় জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫শ হেক্টর জমির উঠতি এবং লাগানো ফসল সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে ধার-দেনা করে ফসল লাগানো কৃষকরা পড়েছেন চরম বিপাকে।
বন্যার পানিতে ভেসে গেছে পাকা আমন ধান। পাশাপাশি বালুর নীচে চাপা পড়েছে কৃষকের লাগানো আলু, মরিচ, ডালসহ বিভিন্ন ফসল। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে নদী খননের দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে কোন টাকা-পয়সা না থাকায় পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলো কিভাবে পার করবেন তা নিয়ে পড়েছেন দু:চিন্তায়।
এ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি পুর্ণবাসনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেয়ার আশ্বাস কৃষি বিভাগের ।
তিন দিনের মাথায় তিস্তার পানি নেমে গেলেও সর্বত্রই রেখে গেছে বন্যার ক্ষত চিহ্ন। আর এ বন্যায় ক্ষত্রিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াবে সরকার এমনটাই প্রত্যাশা তাদের।