আওয়ামী লীগের সব অপকর্মের হিসেব নেয়া হবে : হুঁশিয়ারি বিএনপি নেতাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শিগগিরই সরকার পতনের আন্দোলন আসছে বলে হুমকি দিয়েছে বিএনপি নেতারা। শুধু পতনই নয়, প্রতিটি অপকর্মের হিসেবও নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি’র নেতারা।
সংগঠনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জিয়া মঞ্চ। এতে যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় তারা বলেন, সরকার দমন-পীড়ন করে আর বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারসহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আন্দোলনে নামবে বিএনপি।
এদিকে, আলাদা অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন করতে দেয়া হবে না।
সরকার পতনের আন্দোলনে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।