Site icon SATV

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত

নওগাঁ–২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকায় ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে আছেন তিনি । এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন।

সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় মানিক মিয়া এভিনিউয়ের চার নম্বর সংসদ সদস্য ভবন লকডাউন করা হয়েছে। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুজ্জামান সরকার। বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করালে শুক্রবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে শহীদুজ্জামান ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মূহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।

Exit mobile version