আওয়ামী লীগের দুঃশাসনেই মার্কিন ভিসা নীতি এসেছে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের দুঃশাসনের কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন। উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও দুই টার্ম থাকার কথা বলা হলেও বর্তমান সরকার তা বাতিল করে দেয় মন্তব্য করে তিনি বলেন, সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের নির্বাচন অনিশ্চয়তায় চলে গেছে।
প্রতিটি নির্বাচনের আগেই এ প্রশ্ন বারবার উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের জন্য অমর্যাদাকর উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপকে দরকারি বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্ব।দেশের সংকট দূর করার একটাই পথ জনগণকে রাজপথে সোচ্চার করে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করা বলেও জানান তিনি।