২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরির কারণেই নির্বাচনের সাত মাস আগে বাংলাদেশের উপর ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে সংঘাতপূর্ণ দেশগুলোর সাথে তুলনা করেছে তারা। যার কারণে পুরো জাতি আজ হুমকির মুখে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও বাংলাদেশের সংকট শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও বাংলাদেশের সংকট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, আওয়ামী লীগের অপকর্মের ফল যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরির প্রকল্প ভাঙতে রেবের নিষেধাজ্ঞার পর ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে গনতন্ত্রমনা মানুষ আর যাবে না বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।