আউশ মৌসুমে চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আউশ মৌসুমে হটাৎ করেই কুষ্টিয়ায় সব ধরণের চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে এখনো বাজার সিন্ডিকেটকেই দায়ি করছেন বিক্রেতারা। আর মিল মালিকদের দাবি, আহামরি কোনো চালের দাম বাড়েনি।
চালের দাম বেড়েছে। এমন খবরে কুষ্টিয়ার চালের বাজার অনেকটা ক্রেতাশুন্য। দুই একজন যা আসছেন, তারাও চাহিদার তুলনায় কিনছেন কম। মাত্র ১০ দিনেই সুপার মিনিকেট ৬৭ টাকা থেকে ৭০ টাকা, সাধারণ মিনিকেট ৬৪ টাকা থেকে ৬৬ টাকা, ৮৫ টাকার বাশমতি ৮৮ টাকা, ৫২ টাকার মোটা আঠাশ চাল ৫৫ টাকা বিক্রি হচ্ছে। এই মৌমুমে চালের দাম কমার কথা থাকলেও এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র।
চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মিলগেটে তদারকির দাবি পাইকারী ও খুচরা বিক্রেতাদের।
তবে এসব অভিযোগ মানতে নারাজ মিল মালিকরা। তারা মিডিয়াকে দোষারোপ করে বলছেন, যে সব তথ্য প্রচার হচ্ছে তা সঠিক নয়।