আইসিসি কমনওয়েলথ গেমসের নারী বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

- আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমসের নারী বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলমকে।
মূল একাদশে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে মালয়েশিয়া সফরে যাবেন জাহানারা। শুক্রবার ঘোষিত দলে জাহানারার জায়গায় রাখা হয়েছে সুরাইয়া আজমিন ছন্দাকে। মালয়েশিয়া সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ফরমেটেও বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করবেন জ্যোতি। মালয়েশিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আকতার সুপ্তা, লতা মণ্ডল, রিতু মনি, শোভানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা, সুরাইয়া আজমিন।