আইসিসির টি-টুয়েন্টি রেংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫০১ বার পড়া হয়েছে
আইসিসির টি-টুয়েন্টি রেংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ওয়ানডেতে সাতেই রয়েছে টাইগাররা, তবে বেড়েছে এক পয়েন্ট। এদিকে, টেস্ট রেংকিংয়ে আবারো হতাশ লাল-সবুজ জার্সিধারীরা।
যেখানে সাদা পোশাকে পয়েন্ট হিসেবে আফগানিস্তানেরও নিচে অবস্থান বাংলাদেশের। মুমিনুলদের রেটিং পয়েন্ট ৫৫, যেখানে আফগানিস্তানের ৫৭। তবে পর্যাপ্ত ম্যাচ না খেলায় রেংকিং টেবিলে যুক্ত হতে পারছেন না আফগানরা। তাতেই মান বাঁচে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো জয় অধরা টাইগারদের। এমনকি ড্র’ও করতে পারেনি মুশফিক-তামিমরা। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে জিতলেও রেংকিংয়ে উন্নতি হয়নি টাইগারদের। উল্টো কমেছে ৫ রেটিং পয়েন্ট। এদিকে, ক্রিকেটের লংগার ফরম্যাটে ভারতকে টপকে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে পাকিস্তানকে হটিয়ে টি-টুয়েন্টির রেংকিংয়েও এখন অজিদের রাজত্ব। তবে ওয়ানডেতে শীর্ষে অবস্থান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের।