আইপিটিভির লাইসেন্স দেয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে এ্যাটকো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আইপিটিভির লাইসেন্স দেয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- এ্যাটকো । তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান সংগঠনটির নেতারা। মোবাইল ফোন অপারেটররা ওটিটির মাধ্যমে যেসব অনুষ্ঠান দেখাচ্ছে সেগুলো বন্ধের দাবি তাদের। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইপিটিভি এখন বাস্তবতা। যাচাই-বাছাই করেই লাইসেন্স দেয়া হচ্ছে। ইতোমধ্যে ১৪টি আইপি টিভির লাইসেন্স দেয়া হয়েছে। তবে, সেগুলোতে কোন সংবাদ প্রচার করা যাবে না।