আইপিএল চতুর্দশ আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আইপিএল চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।
আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবরা ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। যে ম্যাচটা এক সময় মনে হচ্ছিল যে, চেষ্টা করলেও হারতে পারবে না কেকেআর, সেখান থেকেই হারের কিনারায় গিয়ে রাহুল ত্রিপাঠির ব্যাটে জয় পায় নাইট রাইডার্স। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ১ বল হাতে রেখে কলকাতার জয় নিশ্চিত করেন রাহুল ত্রিপাঠি।কাল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।