চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ.. আইপিএলের পঞ্চদশতম আসরে নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বিশ্বের ৪৯ ক্রিকেটারের মাঝে আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আসন্ন আইপিএল নিলামের জন্য রাখা হয়েছে ২৭০ বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ থেকে আছেন দুই ক্রিকেটার। এবারের আইপিএলে নিলামের জন্য নির্বাচন করা হয়েছে ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। সহযোগী দেশগুলো থেকে রাখা হয়েছে ৪১ ক্রিকেটারের নাম। নিলামের লম্বা তালিকাতে নাই মিচেল স্টার্ক, স্যাম কারান, বেন স্টোকস, ক্রিস গেইল, জফরা আর্চার ও ক্রিস ওকসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। এবারের আসরে ১৭ কোটি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। আইপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন তিনি।আইপিএলের আসন্ন নিলাম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি।