আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো কোলকাতা নাইট রাইডার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো সাকিব আল হাসানের কোলকাতা নাইট রাইডার্স। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে মরগানের দল।
ব্যাঙ্গলুরুর দেয়া ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখে জয় পায় কোলকাতা। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান তোলে ব্যাঙ্গালুরু। ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন বিরাট কোহলি। ৪ ওভারে ২৪ রান দিয়েছেন সাকিব, তবে উইকেট পাননি। ৪ উইকেট নেন সুনীল নারিন। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি কোলকাতার। সর্বোচ্চ ২৯ রান করেন সুবমান গিল। ম্যাচসেরা নারিনের উইলো থেকে আসে ২৬ রান। ৬ বলে ৯ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হবে কোলকাতা।