আইপিএলে আজ মাঠে নামবে সাকিব আল হাসান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের আইপিএল মিশন শুরু হচ্ছে আজ। নিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গেল আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া সুনীল নারাইনের জায়গায় একাদশে জায়গা হতে পারে সাকিবের-এমন খবর ভারতীয় গণমাধ্যমের। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেও এগিয়ে সাকিব। ২০১২ ও ২০১৪ মৌসুমে কেকেআরের হয়ে শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব ছাড়া বাকি তিন বিদেশি মরগান, আন্দ্রে রাসেল আর প্যাট কামিন্সকে নিয়ে একাদশ সাজাতে পারে কলকাতা। কেকেআরের পূর্ণমেয়াদে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগানের। অন্যদিকে, সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ এবার মুখিয়ে আছে শিরোপা ফিরে পেতে। দু’দলের মুখোমুখি ১৯ দেখায় ১২ জয় কেকেআরের। আর হায়দ্রাবাদ জিতেছে ৭টিতে।