আইন ভেঙে ইটভাটাগুলোতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কয়লা
- আপডেট সময় : ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আইন ভেঙে রাজশাহী বিভাগের ইটভাটাগুলোতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কয়লা। এতে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে বাতাস। কিন্তু এ নিয়ে কোনো মাথাব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের। তারা সাফ জানিয়ে দিয়েছে, কয়লার মান যাচাই করার কোনো মেশিনই নেই তাদের কাছে। তবে পরিবেশবাদীদের অভিযোগ, দূষণরোধে কয়লার ব্যবহার জাতিসংঘের সঙ্গে করা চুক্তির লংঘন।
রাজশাহী বিভাগের বেশির ভাগ ইটভাটাতেই এখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কয়লা। কিন্তু দেশের কয়লা দেয়া হয় না ইট পোড়ানোর কাজে। তাই ইটভাটায় জ্বালানির শতভাগ কয়লাই আমদানি করা।
ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন বলছে, মারকারি বা অনুরূপ উপাদান সংবলিত কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে না। কিন্তু আমদানি করা কয়লার মান নিয়ন্ত্রণে তেমন গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এসব নিম্নমানের কয়লার ধোঁয়া পরিবেশ দূষণের ভয়াবহ কারণ বলে জানান বিশেষজ্ঞরা।
মানহীন কয়লা ব্যবহারের কথা স্বীকার করে ইটভাটা মালিক সমিতি বলছে, সরকার এখাতে ব্যাংক ঋণ সুবিধা দিলে উন্নত প্রযুক্তিতে যাওয়া সম্ভব।
৫৮ শতাংশ ইটভাটাই পরিবেশবান্ধব বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। কিন্তু কয়লার মান যাচাইয়ে প্রশ্নে নীরব তারা।