আইন দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না-বদলাতে হবে দৃষ্টিভঙ্গী : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর জন্য মানসিকতা ও দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। রাষ্ট্র গঠণে নারীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সব ক্ষেত্রে নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিলে বিশেষ প্রণোদনা দেয়ার আশ্বাস দেন তিনি। সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবস-২০২১ ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষ্যে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫ জনকে বেগম রোকেয়া পদক ২০২১ সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা। এবার রোকেয়া পদক বিজয়ীরা হচ্ছেন নারী শিক্ষায় অধ্যাপক হাসিনা জাকারিয়া, নারী অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা ও পল্লী উন্নয়নে ড. সারিয়া সুলতানা।
আলোচনার শুরুতেই পদকপ্রাপ্তদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশে নারী ক্ষমতায়নে সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে আন্তরিক সরকার।
নারী ও শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে কর্মসংস্থান সৃষ্টিরও তাগিদ দেন সরকার প্রধান।
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষকে বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দিলে বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় সরকার বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে নারী পুরুষের কাজ করার সমান সুযোগ সৃষ্টির নির্দেশও দেন প্রধানমন্ত্রী।