আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিএনপি দোয়া মাহফিল এবং মানববন্ধন করতে পারবে, কিন্তু মানুষের জান-মালের ক্ষতি ও বিশৃঙ্খলা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী আরো বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই। এদিকে, তথ্যমন্ত্রী বলেন, বিদেশে চিকিৎসার নামে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার পাঁয়তারা করছে বিএনপি।
সকালে সচিবালয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ দলের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এসময় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দেন তারা।
সাক্ষাৎ শেষে মুহাম্মদ ইব্রাহিম, বঙ্গবন্ধুর উদার ব্যক্তিত্ব অনুসরণ করে খালেদা জিয়াকে বিদেশ যেতে সংশ্লিষ্টদের সহায়তা করার আহ্বান জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোন সুযোগ নেই। তারপরও, তাদের আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এদিকে, রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চিকিৎসার নামে খালেদাকে বিদেশে পাঠানোর পায়তারা করছে বিএনপি।
এছাড়া, তিনি আরো বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা সব সময় তার অসুস্থ্যতা কামনা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

 
																			 
																		
















