আইএমএফের মাধ্যমে জনগণের কাধে নতুন ঋণের বোঝা : ফখরুল
- আপডেট সময় : ০৯:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আইএমএফের মাধ্যমে দেশের জনগণের কাধে নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সমাবেশে এ কথা বলেন তিনি। সরকার ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পুরনো চেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সবাইকে সতর্ক থেকে জনগণের দাবি আদায়ে মনোযোগ দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিপ্লব ও সংহতি দিবস, তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল। এতে নির্দিষ্ট সময়ের আগেই সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিলে জনসমুদ্রে রুপ নেয় নয়াপল্টন।
সরকারের ব্যর্থতার কারণেই দেশে অর্থনৈতিক সংকটে তৈরী হয়েছে বলে মন্তব্য করেন নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
দেশের অর্থনৈতিক দুরাবস্থার জন্য সরকারের দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার আইএমএফের ঋণ পরিশোধ করতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, আগামীতে দূর্বার গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।