অ্যাশেজের পঞ্চম ও শেষ ম্যাচ কাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
তবে, শেষ ম্যাচে অজিদের রুঁখে দিয়েছে ইংল্যান্ড। শেষ বল পর্যন্ত উত্তেজনা আর রোমাঞ্চ ছড়িয়ে ড্র হয়েছে দু’দলের চতুর্থ টেস্ট। শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙ্গাতে চায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দু’দলের একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। করোনা মুক্ত হয়ে দলে ফিরেছেন ট্রাভিস হেড। মার্কাস হ্যারিসের পরিবর্তে এই টেস্টে খেলবেন তিনি। ওপেনিংয়ে দেখা যাবে ইনফর্ম ওসমান খাজাকে। এছাড়া স্কট বোল্যান্ডের পরিবর্তে ঝাই রিকার্ডসন ফিরতে পারেন একাদশে। শেষ টেস্টে ইংল্যান্ড একাদশেও আসবে পরিবর্তন। ইনজুরির কারণে জনি বেয়ারস্টোর খেলার সম্ভবনা কম। একাদশে দেখা যেতে পারে ওলি পপকে।